ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ২৯ জুন ২০১৭

প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ‌তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ঈদের দু’দিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন নাজমুল হুদা বাচ্চু। রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তা‌কে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে একটি রিপোর্টে বাচ্চুর হার্টে সমস্যা ধরা পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দিনগত রাতের শেষভাগে হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে মৃত্যু হয় অ‌ভি‌নেতা বাচ্চুর।

মরহুমের নামাজে জানাযা বুধবার বাদ জোহর পূর্ব রাজাবাজার সখিনা মসজিদে অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি