ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শিল্পকলায় যাত্রা উৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৮ ডিসেম্বর ২০২১

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী যাত্রা উৎসব। 

মঙ্গলবার একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত যাত্রাপালা মঞ্চায়ন হবে। ৩৮টি যাত্রাদল এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনে মঞ্চায়ন হয় বরিশাল যাত্রাদলের ‘গুনাইবিবি’, পিরোজপুরের ‘কলির ভগবান আসছে’, ময়মনসিংহের ‘কাজলরেখা’, ঝালকাঠির ‘রক্ত দিয়ে কেনা বাংলার স্বাধীনতা’ ও সাতক্ষীরার যাত্রাদলের ‘মেঘে ঢাকা তারা’। 

বুধবার মঞ্চায়ন হবে বরগুনার যাত্রাদলের ‘আলোমতি’, পিরোজপুরের ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’, গোপালগঞ্জের ‘বাপারী মহিষা সুর মর্দিনী’, বাগেরহাটের ‘রক্তিম সূর্য’, জামালপুরের ‘কমলার বনবাস’ ও খুলনার ‘মেঘে ঢাকা তারা’। 

এই উৎসবে যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোর নিবন্ধন হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি