ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিল্পকলা একাডেমির আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১৪ ডিসেম্বর ২০২১

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শহীদ স্মরণে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের অনুষ্ঠান আয়োজন করেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ কর্মচারীবৃন্দ দুই স্থানেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একক সংগীত পরিবেশন করেন শিল্পী স্মরণ, মফিজুর রহমান, জয়া দাস, মোমিন বিশ্বাস, মিমি আলাউদ্দিন, শিল্পী বিশ্বাস। কবিতা পাঠ করেছেন কবি আসাদ মান্নান, কবি আসলাম সানি, কবি হাসান হাফিজ, কবি জাহিদুল হক, কবি নাসির আহমেদ, কবি আমিনুর রহমান সুলতান। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ, আশরাফুল আলম, মাহিদুল ইসলাম মাহি, রূপা চক্রবর্তী, অনন্যা লাবনী পুতুল, মজুমদার বিপ্লব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মিজানুর রহমান সজল এবং সমন্বয় করেছেন একাডেমির সহকারী পরিচালক খন্দকার ফারহানা রহমান।

রায়ের বাজার বধ্যভূমিতে অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, স্মরলিপি, মাইনুল আহসান, মিরাজুল জান্নাত সোনিয়া, আলভী, উপমা, অরুন চৌধুরী, সুরাইয়া আক্তার সুবর্না। কবিতা পাঠ করেছেন কবি তপন বাগচী, কবি সৈকত হাবিব, কবি শিহাব শাহরিয়ার, কবি আসাদুল্লাহ, কবি টোকন ঠাকুর, কবি মাহবুব কবির, কবি সৌম্য সালেক। আবৃত্তি করেছেন লায়লা আফরোজ, মীর বরকত, গোলাম সারোয়ার, আসলাম শিহির, কাজী মাহতাব সুমন, নায়লা তারান্নুম কাকলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আহসান উল্লাহ্ তমাল এবং সমন্বয় করেছেন কবি সৌম্য সালেহ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি