ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা। এ ছাড়াও ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

সংগীত পরিবেশন করেন বিশ্বজিত রায় ও সুজিত মুস্তফা। আবৃত্তি করেন জয়ন্ত চট্রোপাধ্যায়, মীর বরকত ও কাজী মাহতাব সুমন।

কবিতা পাঠ করেন কবি মিনার মাহমুদ। সম্মেলক সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি সংগীত কলেজ ও ঢাকা সাংস্কৃতিক দল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি