ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সপ্তম দিনের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৬ অক্টোবর ২০২২

রাজধানীতে শুরু হওয়া ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সপ্তমদিনে যা থাকছে-

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উৎসবের সপ্তমদিনে মুক্তমঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪ টায়। মুক্তমঞ্চে পথনাটক পরিবেশন করবে নাট্যভূমি (গাজীপুর)। শিশু সংগঠনের পরিবেশনা- সুরতাল শিশুদল ও ঋদ্ধস্বর। দলীয় আবৃত্তি- বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমি। দলীয় সংগীত- সপ্তরেখা ও উঠোন। দলীয় নৃত্য- জাগো আর্ট সেন্টার ও বাফা। একক সংগীত পরিবেশন করবেন পল্লব গোমেজ, তামান্না নিগার তুলি ও নবীন কিশোর গৌতম। একক আবৃত্তি পরিবেশন করবেন সূবর্না আরফিন, অনিকেত রাজেশ ও সাদিয়া আফরিন তন্বী।

জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭ টায়। অনুষ্ঠানে পরিবেশিত হবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির প্রযোজনা ‘ছড়ায় ছড়ায় প্রেম’। পরিবেশিত হবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের নৃত্যালেখ্য ‘সম্প্রতির বাংলাদেশ’।

জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে প্রাঙ্গণেমোর প্রযোজনা ‘আওরাঙ্গজেব’ নাটক।

এক্সপেরিমেন্টাল থিয়েটার নাটক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭ টায়। পরিবেশিত হবে নয়ে নাটুয়ার (ভারত) প্রযোজনা ‘মরমিয়া মন’। 

স্টুডিও থিয়েটার সন্ধ্যা ৭ টায় পরিবেশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নাটক ‘বিলাসী’।

ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে (বাংলাদেশ মহিলা সমিতি) সন্ধ্যা ৭ টায় পরিবেশিত হবে চন্দ্রকলা থিয়েটারের নাটক ‘তামাশা’।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি