ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নাট্যাচার্য সেলিম আল দীন পদক পেলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৯ আগস্ট ২০২৩ | আপডেট: ১৩:৫৯, ১৯ আগস্ট ২০২৩

নাট্যাঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২১ সালের জন্য একুশে টেলিভিশনের সিইও নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও ২০২৩ সালের জন্য নাট্যজন জামিল আহমেদকে নাট্যাচার্য সেলিম আল দীন পদক প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বাংলাদেশ গ্রাম থিয়েটার’র ৯ম জাতীয় সম্মেলন, নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জয়ন্তী ও গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। 

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ।

১৮ ও ১৯ আগস্ট দুই দিনব্যাপী গ্রাম থিয়েটার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। 

অনুষ্ঠানে সারাদেশের গ্রাম থিয়েটারের সহস্রাধিক প্রতিনিধির সাথে নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি