ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলা একাডেমিতে শুরু হয়েছে পৌষ মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। আজ থেকে শুরু হয়ে এ মেলা চলবে আগামী সোমবার রাত ৯টা পর্যন্ত। এ তথ্য জানিয়েছে মেলা উদযাপন পরিষদ।

শনিবার সকাল সাড়ে নয়টায় আইলা জ্বালিয়ে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় মেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মেলার শুরুতে পৌষ কথন পর্বে বক্তারা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের কথা তুলে ধরেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমবেত সঙ্গীত, একক পরিবেশনা, দলীয় নৃত্য, আর আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। নাচে-গানে বর্ণনা করা হয় শীত ঋতুর পরিচিতি।

প্রতিবারের মত রকমারি পিঠার সঙ্গে মেলার আয়োজনে থাকবে বাঙালি সংস্কৃতির নানা পরিবেশনা। আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে প্রায় ৫৪ স্টল।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি