ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে আজ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ১৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:১৭, ১৬ জানুয়ারি ২০২০

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান মেলা শুরু হচ্ছে আজ। নড়াইলের সুলতান মঞ্চে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ১২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার।

মেলা সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ ও ইয়ারুল ইসলাম বলেন, মেলাটি গত বছর হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেসসহ গ্রাম্য খেলাধুলা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া এসএম সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সুলতান মেলায় স্থানীয় ৩৪টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি