ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

বইমেলায় মোস্তাক আহমেদ-এর কাব্যগ্রন্থ ‘ফানুস’ ও গল্পগ্রন্থ ‘অঙ্কুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলা-২০২০ এ সব্যসাচী লেখক মোস্তাক আহমেদ-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ফানুস’ ও দ্বিতীয় গল্পগ্রন্থ ‘অঙ্কুর’ প্রকাশিত হয়েছে। মোস্তাক আহমেদ তরুণ লেখক হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। 

প্রথম কাব্যগ্রন্থ ‘সাতরঙ’ (২০১৮), প্রথম গল্পগ্রন্থ ‘দৃষ্টিকোণ’ (২০১৯) ও আত্মজীবনীমূলক লেখা ‘ফেলে আসা অতীত’ (২০১৯), ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জন করে।

ইন্তামিন প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ফানুস’ ও গল্পগ্রন্থ ‘অঙ্কুর’ ১৪ ফেব্রুয়ারী ২০২০ তারিখ থেকে অমর একুশে বইমেলার ৩০৯-৩১০ নং স্টলে পাওয়া যাবে। 

মোস্তাক আহমেদ  নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ম ব্যাচের একজন কর্মকর্তা। বর্তমানে তিঁনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর সচিব হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে  সমাজবিজ্ঞানে স্মাতক ও  স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি