ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফেসবুক চ্যাটে কারও কাছে অফলাইন থাকবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০৭, ২৯ এপ্রিল ২০১৮

ফেসবুকের ইনবক্সে অনলাইনে থাকলে অনেকে নক করা শুরু করেন। অনেক সময় দেখা যায়, যাকে আপনি এড়িয়ে যেতে চান তিনিই হয়ত বেশি বেশি বিরক্ত করছেন। এমনকি বন্ধু তালিকার কেউ কেউ আপত্তিকর বার্তাও পাঠিয়ে দেন।

এ ক্ষেত্রে প্রেরক বন্ধুকে অনেকেই ব্লক করেন বা ফেন্ড লিস্ট থেকে ফেলে দেন। কিন্তু কাছের কেউ বা অতি পরিচিত কেউ হলে তাদের রিমুভ বা ব্লক করা যায় না। এ ক্ষেত্রে যে বন্ধুর সঙ্গে চ্যাট করা থেকে বিরত থাকতে চাইছেন চাইলে তাকে এড়িয়ে যেতে পারেন। আপনি অনলাইনে থাকলেও তার কাছে চ্যাটে অফলাইনে থাকা যায়।

কিভাবে কাজটি করবেন?

ফেসবুকে লগইন করার পর যে বন্ধুকে অফলাইনে রাখতে চান তার চ্যাট বক্সে যান। তারপর চ্যাট বক্সের উপরের কোনায় থাকা সেটিংস অপশনে ক্লিক করে ‘trun off chat for…’ অপশনটি ক্লিক করতে হবে। তাহলে ওই নির্দিষ্ট বন্ধুটির চ্যাটবক্স অফলাইন হয়ে থাকবে। ফলে আপনি অনলাইনে থাকলেও ওই বন্ধু দেখবে আপনি অফলাইনে আছেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি