ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

খুলনায় মেডিটেশন বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১২ জুলাই ২০২৩

খুলনার জিএমআর নার্সিং ইনস্টিটিউটে খুলনা শাখার ব্যবস্থাপনায় মেডিটেশন বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক ও কোয়ান্টাম খুলনা শাখার সিনিয়র দায়িত্বশীল প্রফেসর তানিয়া আফরোজ।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির নবীন ব্যাচের আড়াই শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল মঞ্জু বালা, ডিরেক্টর জাকিয়া সুলতানা, এডমিনিস্ট্রেশন অফিসারগণ ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সম্মানিত বাণীবাহক দৃষ্টিভঙ্গি, জীবনের লক্ষ্য, শিক্ষাজীবনে মেডিটেশনের গুরুত্ব ও শারীরিক ফিটনেসের জন্যে বঙ্গাসন ইত্যাদি বিষয় আলোচনায় উপস্থাপন করেন এবং মেডিটেশন পরিচালনা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি