ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বগুড়ায় মেডিটেশন বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ১২ জুলাই ২০২৩

বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এর উদ্যোগে 'লাইফস্টাইল ডিজিজ, স্ট্রেস ও মেডিটেশন' শীর্ষক বিশেষ এক বৈজ্ঞানিক সেমিনার আজ (১২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারটিতে সভাপতিত্ব করেন টিএমএসএস এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মতিউর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকির হোসেন ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাৎ উল্লাহ কমিউনিটি হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিলুর রহমান (অব:)।

সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অর্ডিনেটর ডঃ মনিরুজ্জামান। সেমিনারটিতে ২৫০ জন চিকিৎসক ও ১৫০জন নার্সসহ মোট ৪০০ জন অংশগ্রহণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি