ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তামাকবিরোধী ভার্চুয়াল বৈঠকের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২২ জুলাই ২০২৩

আগামীকাল ২৩ জুলাই সকাল ১১টায় “ প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আইন শক্তিশালীকরণ” শীর্ষক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ বিশ্বের ৯ম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে, পঙ্গুত্ব বরণ করে আরো কয়েক লক্ষ মানুষ।

তামাক ব্যবহারের ভয়াবহতা উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এফসিটিসি’র আলোকে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের নির্দেশনা প্রদান করেন। এই প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আইন সংশোধন যত দেরি হচ্ছে, তামাক ব্যবহারজনিত মৃত্যু ততই বাড়ছে। অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি। এই সার্বিক বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ জুলাই ২০২৩, রবিবার সকাল ১১টায় ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় “প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আইন শক্তিশালীকরণ” শীর্ষক একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয়েছে।

ভার্চুয়াল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক‌বি ও সাংবা‌দিক জাতীয় গ্রন্থ‌কেন্দ্রের পরিচালক‌ মিনার মনসুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়লজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অ্যাসোসিয়েট প্রেস (এপি) এর বাংলাদেশ ব্যুরো চিফ জুলহাস আলম এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)- বাংলাদেশ এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় তামাকবিরোধী মঞ্চের আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি