ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করলো রেড ক্রিসেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে NS1 ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একইসাথে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু টেস্টিং কিট প্রদান করা হয়। 

এইলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) বিভাগের পরিচালক প্রফেসর ডা. নাজমুল ইসলামের হাতে ৩৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

একইসাথে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট ১০ হাজার ডেঙ্গু টেস্টিং কিট এবং রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের চিকিৎসার সুবিধার্তে আরো ৫ হাজার ডেঙ্গু টেস্টিং কিট হস্তান্তর করেন।

ডেঙ্গু টেস্টিং কিট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, “চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সহজে ডেঙ্গু শনাক্ত করতে কিট প্রদানের উদ্যোগ নিয়েছি আমরা। চলমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আমরা স্বেচ্ছাসেবকদের প্রতিরোধ ও সচেতনামূলক বিভিন্ন কাজে নিয়োজিত করেছি।”

এসময় প্রফেসর ডা. নাজমুল ইসলাম বলেন, “ডেঙ্গু চিকিৎসায় দ্রুততম সময়ের মধ্যে ডেঙ্গু শনাক্ত করতে পারলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। তাই ডেঙ্গু চিকিৎসায় NS1 কিটের প্রয়োজনীয়তা অপরিহার্য। রেড ক্রিসেন্ট থেকে প্রাপ্ত কিট চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত তুলে ধরা হয়। ইতোমধ্যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক জরুরি সাড়াপ্রদান তহবিল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৩ কোটি ৮০ লাখ টাকা সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)।

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে কাজ করছে সোসাইটির প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। সোসাইটির পক্ষ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে মশারি বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নয়টি রক্ত কেন্দ্র জরুরী সেবা দিয়ে যাচ্ছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি