ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সন্দ্বীপে উঠান বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২৩ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন সভাপতি এবং ডিজাস্টার এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান (দাদু) প্রধান নির্বাহী ড. মো ইদ্রিস আলমের উদ্যোগে পানিতে পরে শিশু মৃত্যু প্রতিরোধে দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

উপযুক্ত কর্মসূচির আওতায় সন্দ্বীপে পানিতে পরে শিশু মৃত্যু প্রতিরোধে প্রথম উঠান বৈঠক শুক্রবার বিকালে সারিকাইত ইউনিয়নে ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে। 

উঠান বৈঠকে প্রায় অর্ধ শতাধিক নারী ও ২০ জন শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

উক্ত উঠান বৈঠকে দাদু প্রধান নির্বাহী বলেন, প্রতি বছর প্রায় ১৫ হাজার হাজার শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। এর প্রথম ও প্রধান কারণ অভিভাবকদের সচেতনতা অভাব। 

তাছাড়া পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের সঠিক তত্ত্বাবধান ও ৪-৫ বছর বয়সে শিশুদের সাঁতার প্রশিক্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। 

উঠান বৈঠক অন্য এলাকায় বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা দাদু প্রকল্প।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি