ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ২১ মে ২০২৪

'ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থবারের মতো উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের এবারের আয়োজন ছিল ঐতিহাসিক লালদীঘি ময়দানে। সকাল ছয়টা থেকে সাতটা এক ঘন্টা ব্যাপী এ প্রোগ্রামে অংশ নেন ৯ শতাধিক মানুষ। 

প্রোগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর শুভেচ্ছা বক্তব্যের পর চেয়ারম্যান ও কোয়ান্টাম মেথড এর প্রশিক্ষক গুরুজী শহীদ আল বোখারী-র সংক্ষিপ্ত বক্তব্য ও মেডিটেশন উপভোগ করেন উপস্থিত সবাই।

মূলত নিয়মিত মেডিটেশন চর্চার সুফলকে দেশের প্রতিটি ঘরে ছড়িয়ে দেয়ার প্রত্যয় থেকে বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত এ উদ্যোগে একাত্মতা পোষণ করেন সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম ডিআইজি এন্টি টেররিজম ইউনিট, এ্যাড তপন কান্তি দাশ, চন্দন ধর, জহর লাল হাজারী, কাউন্সিলর আন্দরকিল্লা ৩২ নং ওয়াড, আলহাজ্ব  হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলার ফিরিঙ্গি বাজার, রুমকি সেন গুপ্ত, মহিলা কাউন্সিলর।

স্বাস্থ্য সচেতন সংগঠন ইয়োগা প্রভাতী, উজ্জীবন, গতায়ু অঙ্গন,ইয়োগা আড্ডা এবং বাগীশিকসহ বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন সদস্য। কোয়ান্টামের শুভবোধ ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা উপস্থিত সবার।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি