ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে অপরাধ দমনে পুলিশের উদ্যোগে অভিযোগ বাক্স [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৯ মে ২০১৮

লক্ষ্মীপুরে ইভটিজিং, মাদক, প্রতারণাসহ সব ধরণের অপরাধ দমনে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স। পুলিশের উদ্যোগে শহরের বিভিন্নি স্থানে স্থাপন করা হয়েছে এই বাক্স।

অপরাধীদের বিরুদ্ধে সু-নির্দিষ্ট অভিযোগ করার পাশাপাশি আইনী সুযোগ সুবিধা পাচ্ছেন ভুক্তভোগীরা।

একসময় লক্ষ্মীপুরে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন না সাধারণ মানুষ। থানা কিংবা আদালতে অভিযোগ করলেও উল্টো হয়রানীর শিকার হতেন তারা। পাশাপাশি ছিল দালালদের দৌরাত্ব।

চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড সম্পর্কে পুলিশকে অবগত করতে স্থাপন করা হয়েছে অভিযোগ বাক্স।

শহরের ঝুমুর চত্তর, উত্তর তেমুহনী, পুলিশ কার্যালয়, আদালত পাড়া, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে এসব অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। আর এগুলি মনিটরিং করা হচ্ছে পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে।

পর্যায়ক্রমে প্রতিটি থানায় অভিযোগ বাক্স স্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

অপরাধ দমনে পুলিশের এমন অভিনব পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি