ডেঙ্গু আতঙ্কে অশান্তিতে আছেন রাজধানীর মানুষ (ভিডিও)
প্রকাশিত : ১১:৪১, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১২:০১, ২৮ জুন ২০১৯
কোনমতেই কমছে না মশার দাপট। বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। সবমিলে মশার উৎপাতের সাথে ডেঙ্গু আতঙ্গে অশান্তিতে আছেন রাজধানীর মানুষ। মশাদমনে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
রাজধানীর খাল পরিষ্কার করবে ওয়াসা। কিন্তু খালে জমে থাকা মশার ডিম সরাবে কে? মাঝেমধ্যে সিটি করপোরেশন ওষুধ ছিটালেও ধারাবাহিকতা না থাকায় মশার উপদ্রব থেকে রেহাই মেলেনি। দুই করপোরেশনের বেশিরভাগ নালা আর খাল ভরে আছে নোংরা আবর্জনায়।
অভিজাত এলাকাতেও মশার তান্ডবে অস্থির নগরবাসী। অতিষ্ঠ মহল্লাবাসী নিজেদের উদ্যোগে স্প্রে করলেও মিলছে না সুফল। মশক নিবারণি দফতরও হিমশিম খাচ্ছে। এই দফতরের কার্যকারিতাও এখন প্রশ্নবিদ্ধ।
ডাক্তাররা বলছেন, অন্যবারের চেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রেক্ষাপট না পাল্টালে ভবিষ্যতের নগরজীবন হবে আরও ঝুঁকিপূর্ণ।
পরিবেশবান্ধব ঢাকা গড়তে মশাদমনে সম্মিলিত প্রচেষ্টার কথাও জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আরআইবি//