ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুজ্বর

এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৩১ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪১, ৩১ জুলাই ২০১৯

পুরো ঢাকা শহরই ডেঙ্গু জ্বরের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষসহ সবাইকে সচেতন হতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সর্বসাধারণ যদি সতর্ক না হয় তবে শিগগিরই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই এমন পরিস্থিতিতে ডেঙ্গুজ্বরের জীবাণু বহনকারী এডিস মশা সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে।

এডিস মশা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক এম. এম. আখতারুজ্জামান।

এডিস মশা চেনার উপায়

ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখে সনাক্ত করা সম্ভব। এই জাতীয় মশার দেহে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, যে কারণে এটিকে টাইগার মশা বলা হয়। এই জাতীয় মশা মাঝারি আকারের হয়ে থাকে এবং এর অ্যান্টেনা বা শুঙ্গটি কিছুটা লোমশ দেখতে হয়। দেহের ডোরাকাটা দাগ এবং অ্যান্টেনা দেখে এডিস মশা চেনা সম্ভব।

এডিস মশা যে সময় কামড়ায়

দিনের আলো থাকাকালীন এডিস মশা কামড়ায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এডিস মশা কামড়ায়। তবে কামড়ানোর হার সবচেয়ে বেশি থাকে সূর্যোদয়ের পর দুই-তিন ঘণ্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘণ্টা। তবে রাতে এডিস মশা কামড়ায় না। 
এডিস মশা যেখানে কামড়ায়

এডিস মশা শুধু মানুষের পায়েই কামড়ায়- সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ার পর সামাজিক মাধ্যমে এই বিষয়টি প্রচার করা হয়। এডিস মশা যে শুধু পায়ে কামড়ায়, এই দাবি ভিত্তিহীন।

মশা সাধারণত মানুষের পায়েই কামড়ায়। কারণ সাধারণত শরীরে পা’ই অনাবৃত থাকে। তবে শুধু যে পায়েই মশা কামড়ায়, বিষয়টি এ রকম নয়।

এডিস মশা একবার কামড়ালেই ডেঙ্গু হয় কি না

এডিস মশা কামড়ালে যে মানুষের ডেঙ্গুজ্বর হবেই, বিষয়টি এমন নয়। পরিবেশে উপস্থিত ভাইরাস এডিস মশার মধ্যে সংক্রমিত হলে সেই মশার কামড়ে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে।

এডিস মশা ভাইরাস সংক্রমিত থাকা অবস্থায় মানুষকে কামড়ালে সুস্থ মানুষের ডেঙ্গু হতে পারে। ভাইরাসের কারণে হওয়া জ্বরে আক্রান্ত থাকা ব্যক্তিকে এডিস মশা কামড়ালেও মশার মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার সুযোগ থাকে।

আসলে এডিস মশার একটা বিষয় হলো, তারা সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ভাইরাস জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এডিস মশার মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার পর ওই মশার কামড়ে ডেঙ্গু হয়।

(বিবিসি অবলম্বনে)
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি