ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উদ্যোক্তা গড়তে ‘বিজনেস প্ল্যান’ বিষয়ক কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২১ ডিসেম্বর ২০২১

চাকরি নির্ভর ক্যারিয়ার থেকে বের হয়ে, তরুণ প্রজন্ম যাতে সহজেই নিজে উদ্যোক্তা হওয়ার পথে এগুতে পারে, সেজন্য 'বিজনেস প্ল্যান' বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। করোনা মহামারির মধ্যেও অনলাইনে জুমের মাধ্যমে শতাধিক আগ্রহী তরুণ-তরুণী এই কর্মশালায় অংশ নেন। তরুণ প্রজন্মকে ক্যারিয়ার সচেতন করতে বাংলাদেশ আওয়ামী লীগ এর শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির উদ্যোগে এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর সহযোগিতায় নিয়মিতভাবে ‘কর্মজীবনের কর্মশালা’ শীর্ষক ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক কর্মশালা’র আয়োজন করা হচ্ছে। 

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই উদ্যোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বিভিন্ন সেক্টরের ক্যারিয়ার সম্পর্কিত পৃথক বিষয়ে পাঁচটি ব্যাচের প্রাথমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মজীবনের কর্মশালা’র এই 'বিজনেস প্ল্যান' বিষয়ক বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মো. জাহিদ আহসান রাসেল, এমপি।
 
শুরুতে এই আয়োজনের উদ্যোক্তা, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সম্মানিত সম্পাদক, শামসুন নাহার চাঁপা, তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমরা চাই আমাদের দেশের তরুণরা নিজেদের সক্ষমতার জায়গা চিহ্নিত করতে পারুক আর সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করুক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন আলোচনায় উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তরুণদের। প্রধানমন্ত্রীর সে নির্দেশনা ও আমাদের আগের ব্যাচগুলো থেকে প্রাপ্ত আগ্রহভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা তরুণদের ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতেই বিজনেস প্ল্যানিং বিষয়ক কর্মশালা’র আয়োজন করেছি।’

কর্মশালায় আগত প্রধান অতিথি, মো. জাহিদ আহসান রাসেল, এমপি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তরুণদের নিয়ে চিন্তা করে। তরুণদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর দক্ষ নেতৃত্বে কাজ করে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তোলার কাজটি করে চলেছি। কর্মজীবনের কর্মশালা থেকে কর্মজীবন সম্পর্কে কাউন্সিলিং নিয়ে যারা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে চাইবেন তারা তাদের পছন্দ এবং সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ নিয়ে নিজেদের গড়ে তুলতে পারবেন একজন দক্ষ মানবসম্পদ হিসেবে। এই বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকল প্রকার সহায়তা করে আসছে এবং করবে।’

‘বিজনেস প্ল্যান’বিষয়ক আয়োজনে উপস্থিত হয়ে সিআরআই এর সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন,‘প্রতিটা ব্যাচে আমরা এমন অনেককে পেয়েছি যারা নিজ উদ্যোগে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে চান যাতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরকেও তাদের কর্মসংস্থানের আওতায় এনে উপার্জনক্ষম করতে পারেন। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সেটি আর হয়ে ওঠে না। এসকল দিক চিন্তা করেই কর্মজীবনের কর্মশালা’র এবারের এই আয়োজন।’

কর্মজীবনের কর্মশালা’র অন্যতম সংগঠক, তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আগে সম্পন্ন হওয়া ব্যাচগুলো থেকে আমরা দেখেছি যে অনেকে নিজে ব্যবসা করতে চান। কিন্তু সঠিক প্ল্যান না থাকায় বা কিভাবে শুরু করবেন তার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে তারা শুরু করতে পারেন না। আর এভাবেই চমৎকার অনেক উদ্যোগ আলোর মুখ দেখে না। সে চিন্তা থেকেই মূলত আগ্রহীদের ব্যবসা পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে আমরা এই কর্মশালা’র আয়োজন করেছি। আগামীতে এধরনের আরো কর্মশালা আয়োজন করার ইচ্ছা আমাদের রয়েছে।’

বিজনেস প্ল্যান বিষয়ক এই বিশেষ কর্মশালায় ব্যবসায়িক পরিকল্পনা করার সঠিক উপায়, সময় ও ধরণ চমৎকার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন এই কর্মশালার প্রশিক্ষক, জনাব আশিকুর রহমান রুপক, যিনি বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটিতে, স্টার্টআপ পলিসি ও স্টার্টআপ স্ট্রাটেজি বিষয়ক কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। ব্যবসা শুরু করার আগে কিভাবে নিজেকে তৈরী করে নিতে হবে, সফল হতে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে ইত্যাদি বিষয়গুলো চমৎকারভাবে সকল অংশগ্রহণকারীকে তার প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে বলেন রুপক।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি