ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

কম্পোজ সার তৈরি করে স্বাবলম্বী মর্জিনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:১৯, ১০ মে ২০১৮

অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। তিন বেলা জুটতো না খাবার। এখন বর্গা নেওয়া জমিতে সুগন্ধি ধান, ভুট্টা, আলু ও শাকসব্জি চাষ আর নিজের তৈরি ভার্মি কম্পোজ সার বিক্রি করে স্বাবলম্বী মর্জিনা বেগম। তার সাফল্য অনুপ্রাণিত করেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার অন্য নারীদেরও।

একসময় চরম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করেছেন পায়রাবন্দের চুহড় গ্রামের কৃষাণী মর্জিনা। বর্তমানে বছরে লাখ টাকারও বেশি আয় করেন তিনি।

বাস্তুভিটা ছাড়া নিজের কোন জমি ছিল না তার। অন্যের জমি বর্গা নিয়ে কৃষি বিভাগের সহযোগিতায় উন্নত জাতের আলু, ভুট্টা, সুগন্ধি ধান চাষ করছেন মর্জিনা বেগম। জমিতে নিজের তৈরি ভার্মি কম্পোজ সার প্রয়োগ করে বিষমুক্ত ফসল উৎপাদন করছেন তিনি।

কৃষানি মর্জিনার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি