বগুড়ায় ট্যানারি শিল্প হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে (ভিডিও)
প্রকাশিত : ১১:১০, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:১৮, ১০ মে ২০১৮
উত্তরবঙ্গের সবচেয়ে বড় চামড়ার বাজার বগুড়ায়। আশপাশের জেলার হাট-বাজারে জবাই করা পশুর চামড়া এনে বিক্রি করা হয় এখানে। পরে লবণজাত করে চামড়া পাঠানো হয় ঢাকার ট্যানারিগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, বগুড়ায় ট্যানারি শিল্প গড়ে তোলা গেলে, চামড়ার গুণগতমান ভালো থাকার পাশাপাশি বাড়বে রফতানির সুযোগ। এক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার গলি এটি; মূলত চামড়াপট্টি হিসেবে পরিচিত। রোজ ভোর থেকে বিকেল পর্যন্ত চলে গরু-ছাগলের চামড়া কেনাবেচা।
জয়পুরহাট, গাইবান্ধাসহ কয়েক জেলার হাটবাজারে জবাই করা পশুর চামড়া জড়ো করা হয় এখানে। সংশ্লিষ্টদের তথ্যমতে, এখান থেকে বছরে প্রায় ৬ লাখ চামড়া ঢাকার ট্যানারিগুলোতে সরবরাহ করা হয়।
বগুড়ায় শুধুমাত্র চামড়া লবণজাত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই এলাকায় ট্যানারি শিল্প স্থাপন করা হলে, চামড়ার পরিবহন ব্যয় যেমন কমবে, তেমনি বাড়বে প্রক্রিয়াজাত চামড়ার গুণমত মান।
ব্যবসায়ীরা বলছেন, উত্তরাঞ্চলের চামড়া দিয়েই বগুড়ায় ট্যানারি পরিচালনা করা সম্ভব।
চামড়া শিল্পের বিকাশে পরিবেশবান্ধব ট্যানারি গড়ে তুলতে উদ্যোক্তাদের জমি বরাদ্দসহ সবধরনের সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয়রা বলছেন, চামড়া শিল্প গড়ে উঠলে এই অঞ্চলে সুযোগ হবে ব্যাপক কর্মসংস্থানের।
আরও পড়ুন