ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ফল বিক্রেতা থেকে সবজি-মাছ চাষ করে কোটিপতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১০ মে ২০১৮ | আপডেট: ১০:৩৯, ১৯ জুন ২০১৮

লঞ্চের কলা বিক্রেতা থেকে কোটি টাকার সবজি ও মৎস্যচাষী নড়াইলের কালিয়া উপজেলার শিবুপদ রায়। ২৬৭ একর জমিতে করেছেন সমন্বিত সবজি ও মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি বোরো ধানের আবাদও করছেন। তার খামার থেকে বছরে প্রায় ২ কোটি টাকার কৃষিপণ্য ও মাছ বিক্রি করা হয়।

পরিশ্রম আর অধ্যাবসায় মানুষকে সফলতা এনে দেয়, নড়াইলের শিবুপদ রায় তার উৎকৃষ্ট উদাহরণ। ৭১’ এ পাকিস্তানি বাহিনী ও এদেশীয় দোসরদের হাতে শিবুপদ রায়ের বাবা যখন নিহত হন তখন তার বয়স ১১ বছর ৮ মাস। এরপর থেকেই মা ও দুই বোনকে নিয়ে শুরু জীবনযুদ্ধ। লঞ্চে করে নড়াইলের কালিয়া থেকে বড়দিয়া এবং খুলনার দৌলতপুর পর্যন্ত কলা বিক্রি করতেন শিবুপদ। ৩০০ টাকা বেতনে দোকান কর্মচারীর কাজও করেন কিছুদিন।

উপার্জনের জমানো ১৬ হাজার ৬০০ টাকা পুঁজি নিয়ে ১৯৭৮ সালে কালিয়া বাজারে নিজে একটা দোকান শুরু করেন।  ১০ একর জমি লিজ নিয়ে করেন চিংড়িমাছের ঘের। আর এরপর থেকে পেছন ফিরে তাকাতে হয়নি শিবুপদকে।

কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভক্তডাঙ্গা বিলে গড়ে তুলেন বিশাল এই কৃষি খামার। ঘেরের পাশাপাশি করেন রাইসমিল।

শিবুপদ রায়ের সমন্বিত কৃষি খামারে নিয়মিত ২২ জন এবং খন্ডকালীন হিসাবে কাজ করেন প্রায় দেড়শ’ শ্রমিক।

এ ধরণের কৃষি খামার অন্যদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

শিবুপদ রায়ের খামারে উৎপাদিত কৃষি পণ্য নড়াইল ছাড়াও যশোর, গোপালগঞ্জ, মাগুরা, ঢাকাসহ বিভিন্নস্থানে বিক্রি হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি