ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ১১ এপ্রিল ২০২০

করোনা আতঙ্কের মধ্যে আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে ৪ হাজার ২০০ মিটার।

অনুকূল আবহাওয়া ও কারিগরি কোনো জটিলতা দেখা না দিলে আজ শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যান বসানো হবে। পিলার দুইটির অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়। 

জানা যায়, শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়েছে। আজ শনিবার সকালেই শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৮তম স্প্যানটি।

প্রকৌশলী সূত্রে জানা যায়, ইতোমধ্যে পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৪টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯ নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। 

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি