ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ২৪ আগস্ট ২০২২

টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে রাজধানীর বিজয়নগরস্থ হামিম ইলেকট্রনিকসের টেলিভিশনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিকসের টেলিভিশনের ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। 

খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।

তবে, প্রাথমিকভাবে এই আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি