ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ককটেল তৈরির সময় গ্রেফতার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ২০ নভেম্বর ২০২৩

রাজধানীতে ককটেল তৈরির সময় বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

আজ সোমবার বিকালে রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে ককটেল তৈরির সময় তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্ষুদে বার্তায় জানানো হয়, ককটেল তৈরির সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

এতে জানানো হয়, র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি