ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

জন্মাষ্টমীর শোভাযাত্রায় বন্ধ থাকবে যেসব সড়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ২৬ আগস্ট ২০২৪ | আপডেট: ১৪:৩৮, ২৬ আগস্ট ২০২৪

সোমবার (২৬ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে মূল শোভাযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে কিছু এলাকায় চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের বিকেল তিনটা থেকে ৫টা পর্যন্ত এসব রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় যেসব রুট বন্ধ থাকবে:

ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত।

শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি