ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

১১ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

কারিগরি ত্রুটিতে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে চলাচল বন্ধ থাকার পর আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার পর মেট্রোরেল চালু হওয়ার কথা জানাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএল। 

ডিএমটিসিএল জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের পর রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, আমাদের কারিগরি ত্রুটি যতটুকু ছিল তা আমরা মেরামত করেছি। এখন মেট্রোরেল চলাচলে কোনো সমস্যা নাই। আমরা এখন একটা ট্রায়াল ট্রেন চালাব। তারপর উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে একটা ট্রেন চলবে।

প্রসঙ্গত, বুধবার সকালে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের উপরে ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এ ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -ডিএমটিসিএল।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি