ব্যবসায়ী হত্যা মামলার জেল পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত : ১৬:৩১, ৯ অক্টোবর ২০২৪
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী হামিদুল হত্যা মামলার জেল পলাতক আসামি জাহিদ হোসেনকে (২৪) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ বুধবার (৯ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান, গ্রেফতার আসামি জাহিদ হোসেন রাজধানীর হাইকোর্টের সামনে খুন হওয়া ডিস ব্যবসায়ী হামিদুল হত্যা মামলার অন্যতম আসামি। ২০২১ সালের ২৩ জানুয়ারি রাতে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ৫৫ বছর বয়সী হামিদুল ইসলাম। তিনি জাসদের শাহবাগ থানা এলাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ২০২১ সালের ২৫ জানুয়ারি হামিদুল হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হোসেনকে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তিনি হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
গ্রেফতার জাহিদ হোসেনকে আদালত কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার সময় তিনি জেল থেকে পালিয়ে আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় জাহিদ হোসেনসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে।
সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার থেকে পলাতক আসামিদের গ্রেফতারে মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে নজরদারিতে ছিলেন জাহিদ হোসেন। অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
জাহিদ হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এসএস//
আরও পড়ুন