ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অতিরিক্ত সচিবের বাসায় মিলল কোটি টাকা, ১১ আইফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:৪৪, ৪ নভেম্বর ২০২৪

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কোটি ৯ লাখ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দিবাগত মধ্যরাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কোটি টাকাসহ সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ বলেন, উত্তরা ১১ সেক্টর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাসায় যৌথবাহিনী ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে। এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলা ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা, ১০ লাখ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, ৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। 

দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে রাত ১২টায় সাবেক এই অতিরিক্ত সচিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ফ্ল্যাটের বিভিন্ন কক্ষের প্রায় ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে বাড়ির বিভিন্ন স্থান থেকে টাকা উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

আজ প্রয়োজনীয় মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি