ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পেট্রোবাংলার সামনে চাকরি প্রত্যাশীদের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৯, ১৭ নভেম্বর ২০২৪

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার বেলা ১১টা থেকে পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। 

দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানা যায়।

আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। 

তারা আরও বলেন, আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

দাবি আদায় না হলে অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তবে এ বিষয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেননি।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি