ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ঢাকার ৮ এলাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২১ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন।

এতে ওইসব সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ, অফিসগামী যাত্রীরা।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে গতকাল বুধবারও কয়েক এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। এদিন দয়াগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান তারা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। 

রিকশাচালকরা ওইদিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। তাতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি