ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চিন্ময়ের মুক্তি চেয়ে ড. ইউনূসকে রামকৃষ্ণ মিশনের চিঠি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৮ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ঢাকার রামকৃষ্ণ মিশন ও মঠ।

মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ স্বাক্ষরিত ওই চিঠিতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মুক্তি পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে উল্লেখ করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় রামকৃষ্ণ মিশন ও মঠ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি আমাদের আন্তরিক প্রীতি ও নমস্কার জানবেন। সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি, এ বিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন।

এসএস//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি