ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এছাড়াও শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তারা আরও জানায়ে, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে। এখনও তা (২টা ১৩ মিনিট) চালু হয়নি। কাজ চলমান আছে। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) ফল করেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি