`অপারেশন ডেভিল হান্ট` সফল হোক: আজহারী
প্রকাশিত : ২১:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় শেষে জানানো হয়েছে, শনিবার থেকে সারাদেশব্যাপি এই অভিযান চলবে।
এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের সফলতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশের বিশিষ্ট ইসলামী বক্তা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি লেখেন, 'অপারেশন ডেভিল হান্ট' সফল হোক।
তার দেয়া ওই পোস্টে এর মধ্যেই শত শত শেয়ার আর রিঅ্যাক্টে ভরে গেছে। অনেকে কমেন্টে করেছেন, গাজীপুরে ছাত্র-জনতার উপর হওয়া আক্রমনের বিচার দাবি করেন।
এসএস//
আরও পড়ুন