ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের সম্মাননা গ্রহণ করলেন তাঁর সহধর্মিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১২:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রূপালি ইন্সুরেন্স কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন তাঁর সহধর্মিনী ফজলতুন্নেসা।

আজ রোববার রাজধানীর মালিবাগস্থ ইম্পেরিয়াল ভবনে কোম্পানি বাৎসরিক বিপণন সভায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১৯৮৮ সালে কোম্পানির জন্মলগ্ন থেকে কোম্পানিকে নিরবচ্ছিন্নভাবে আমৃত্যু সাফল্যের সাথে নেতৃত্ব দানের জন্য এই স্মারক সম্মাননা প্রদান করা হয়। 

মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মো. দানিয়েল, কোম্পানির সিইও ফৌজিয়া কামরুন তানিয়াসহ কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বার, উপদেষ্টা, পরামর্শক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপকসহ বিপনন ব্যবস্থাপকবৃন্দ। 

দেশের স্বাধীনতা সংগ্রামে, পুলিশ বিভাগে, জাতীয় ইতিহাসে, পোশাক শিল্পে ও নানা সামাজিক সেবায় মোস্তফা গোলাম কুদ্দুসের অসামান্য অবদানসমূহের কথা উল্লেখ করে সভায় বক্তারা বলেন, তার শূন্যস্থান পূরণ করার নয়। দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিধারায় তা একটি অপূরণীয় ক্ষতি। 

বিগত সরকারের কিছু অসাধু আমলাদের চক্রান্তে দুদকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিদেশে চিকিৎসা গ্রহণের পথে  ইচ্ছাকৃতভাবে যারা বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরণের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় এবং সে বিষয়ে নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করে অপরাধীদের আইনের মাধ্যমে সাজা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি