ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সচিবালয়ের সামনে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগে মহাসমাবেশ শেষে সচিবালয়ের শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে সড়ক অবরোধ করেন।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

একপর্যায়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। পরে সেখানে অবস্থান নিয়ে দ্রুত নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

পরে পুলিশ সড়ক ছাড়তে বললেও তাতে রাজি হয়নি আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।

এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করে আন্দোলনকারীরা।

বিকেল ৩টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। ওই সময় প্রেস ক্লাব হয়ে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে সচিবালয় অভিমুখে আসার সময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

তবে বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষকরা। এরপর সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন। 

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে পুলিশ।

গত ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি