লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ গ্রেপ্তার ১৪
প্রকাশিত : ০৮:৪৫, ৮ মার্চ ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়কসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
জানা গেছে আজ শনিবার (৮ মার্চ) তাদের আদালতে তোলা হবে। শুক্রবার (৭ মার্চ) রাতে তাদের আটকের পর কলাবাগান থানায় সোপর্দ করা হয়। আইনশৃঙ্খলায় বিঘ্নের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এরআগে, শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিডেট নামে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠান সন্দেহে হামলা চালানো হয়।
আইনশৃঙ্খলা বিঘ্ন করার অপরাধে দ্রুত বিচার আইনে গ্রেফতারসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, হামলা ও ভাঙচুরের শিকার প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে ৩ লাখ টাকা, ৪টি কম্পিউটার নিয়ে যাওয়াসহ অফিসে ভাঙচুর করা হয়। আটকদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে. আওয়ামী লীগের অফিস সন্দেহে অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এএইচ