ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ১৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। 

এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, "মাটিকাটা এলাকায় লোকজনকে জিম্মি করে অর্থ আদায়ের খবর সংগ্রহ করতে সোমবার ১১টা নাগাদ তিনি সেখানে যান। এসময় তাকে ১৬ জন লোক ঘিরে ফেলে।”

“সেখান থেকে পল্লবীর বারনটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তারা ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে তিনি জানিয়েছেন” বলেন ওসি নজরুল ইসলাম।

আট জনের নাম উল্লেখ এবং আটজনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেছেন ওই নারী। তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি