সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
প্রকাশিত : ১৩:১৩, ২ এপ্রিল ২০২৫

রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায় আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এ অসুবিধায় পড়বেন গ্রাহকরা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আমিনবাজার ডিআরএসে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই গ্যাস সংকট দেখা দিতে পারে। ফলে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত সাভার, হেমায়েতপুর, আমিনবাজার, মিরপুর, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ এবং কামরাঙ্গীরচর এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
এ ছাড়া কেরানীগঞ্জ (খোলামুড়া থেকে কলাতিয়া, হযরতপুর), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমবি//
আরও পড়ুন