ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাথায় হাত বুলিয়ে রুপাকে সান্ত্বনা দিলেন কামরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেলিভিশনের আলো ঝলমলে জীবনের বাইরে, এখন তার দিন কাটছে হাই-প্রোফাইল মামলার আসামি হিসেবে—আলোচিত সাংবাদিক ফারজানা রুপার গল্প যেন হঠাৎ করেই বদলে গেছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় রুপাকে। তার সঙ্গে ছিলেন স্বামী ও একাত্তর টিভির সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ। গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর উসকানিমূলক মন্তব্য ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনেই রয়েছেন কারাগারে।

আদালতে হাজিরা শেষে কাঠগড়ার এক কোণে দাঁড়িয়ে ছিলেন তারা। একে অপরকে দীর্ঘদিন পর সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মিডিয়া জগতের সাবেক এই দম্পতিকে দেখা যায় একে অপরের হাতে হাত রেখে কথোপকথনে মগ্ন থাকতে।

সেই সময় আদালতে প্রবেশ করেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু। রুপার সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি। পরে প্রবেশ করেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি রুপার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন। ভাঙা গলায় রুপা তখন কিছু একটা বলতে চেষ্টা করছিলেন। 

শুনানির পর আদালত ‘ইমরান হাসান হত্যা মামলায়’ মোজাম্মেল হক বাবু, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে পৃথক ‘মাদরাসাছাত্র হত্যা মামলায়’ রুপা ও শাকিলকে পৃথকভাবে গ্রেফতার দেখানো হয়।

আদালত প্রাঙ্গণ থেকে আবারও পাঠানো হয় কারাগারে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দম্পতিকে আটক করে পুলিশ। এরপর থেকেই একাধিক মামলায় তাদের রিমান্ড ও তদন্ত চলমান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি