পিচ ঢালা রাস্তার ওপরেই বাড়ি দোকান
প্রকাশিত : ১৩:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
পিচ ঢালা রাস্তার ওপরেই গড়ে তোলা হয়েছে বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা। সবকিছুই হয় প্রভাবশালীদের মর্জিমাফিক বলে অভিযোগ রয়েছে। আর ভোগান্তি মেনে চলতে হয় স্থানীয়দের। এভাবেই বেখদল হয়েছে খোদ রাজধানীর মিরপুরে ক্যান্টনমেন্ট ঘেঁষা ভাষানটেক থেকে চৌদ্দ নম্বর পর্যন্ত সড়ক। এতে দুর্ভোগের অন্ত নেই এলাকাবাসীর।
এই সড়ক দিয়ে মানুষই ঠিকমত চলাচল করতে পারে না, গাড়ি তো দূরের কথা। কিন্তু, নির্মাণের সময় এটি প্রশস্ত ছিল ১২০ ফুট।
সড়কের দুই পাশে ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে সারি সারি অবৈধ স্থাপনা। রাস্তার পিচের ওপরেই দোকান-পাট, ওয়ার্কশপ, বাজারঘাট- বসতবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখলের ষোল কলা পূর্ণ করেছেন স্থানীয় কথিত নেতা ও প্রভাবশালীরা। রাস্তা দখল হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। এছাড়া, যত্রতত্র ছড়ানো ছিঁটানো থাকে ময়লা-আবর্জনা।
সিটি করপোরেশনের কর্তা ব্যক্তি তো দূরের কথা, সাধারণ কর্মচারীরাও সড়কটির খোঁজ খবর নেন না বলে অভিযোগ স্থানীয়দের।
এসএইচ/
আরও পড়ুন