ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

হোলি উৎসবে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১ মার্চ ২০১৮

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে হোলি উৎসবে রওনক (১৭) নামের এক কলেজছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিক্টোরিয়া পার্কের কাছে কনকর্ড কলেজের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত রওনক রাজধানীর কামরাঙ্গীরচরের রণি মার্কেট এলাকায় থাকত। সে আজিমপুরের নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া ১টার দিকে রওনককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রওনকের পায়ে ছুরির আঘাত রয়েছে। শরীরেও মারধরের চিহ্ন রয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

রওনকের বন্ধু মাসুম হাসপাতালে জানান, হোলি উৎসবে অংশ নিতে বন্ধু-বান্ধবীসহ তারা মোট আটজন পুরান ঢাকার শাঁখারিবাজার এলাকায় যায়। মেয়েলি একটি ব্যাপার নিয়ে ওই এলাকার কয়েকজনের সঙ্গে রওনকের ঝামেলা চলছিল। হোলি খেলার পর তারা ভিক্টোরিয়া পার্কের গলি দিয়ে ফিরছিলেন। এ সময় ১৫-২০ জন ছেলে রওনককে মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছিল। কিছুদূর নেওয়ার পর তার ডান পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মওদুদ হাওলাদার জানান, রওনক তার বন্ধুদের সঙ্গে হোলি খেলতে এসেছিলো। তারপরে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি