উত্তরায় ডিএনসিসি’র বিশেষ মশক নিধন কর্মসূচি (ভিডিও)
প্রকাশিত : ২২:১৯, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:০৮, ৫ মার্চ ২০১৮
রাজধানীর উত্তরায় বিশেষ মশক নিধন ক্রাশ কর্মসূচি পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসি’র অঞ্চল-১ এবং এয়ারপোর্ট এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসি’র প্যানেল মেয়র মোঃ ওসমান গণি।
এ সময় এয়ারপোর্ট এলাকাসহ ডিএনসিসির অঞ্চল-১ এর অধীন সমগ্র এলাকায় মশার ঔষধ ছিটানো হয়। প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজীর এ কর্মসূচির নেতৃত্ব দেন।
মশক নিধনের বিশেষ এই ক্রাশ কর্মসূচিতে ডিএনসিসির মশক নিধন স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোঃ জিন্নাত আলী, কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলামসহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিডিওঃ
//এস এইচ এস//এসি
আরও পড়ুন