প্রেসক্লাবে জমে ওঠেছে বিদেশি পাখির মেলা
প্রকাশিত : ১৭:৩৪, ৯ মার্চ ২০১৮
প্রায় ৭০ প্রজাতির বিদেশি পাখি নিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিদেশি পাখির মেলা। শুক্রবার সকাল থেকেই নানা বয়সি মানুষের পদচারণা জমে ওঠেছে প্রেসক্লাবের মেলা প্রাঙ্গণ। এ মেলার আয়োজন করেছে এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশ।
সরেজমিনে দেখা যায়, মেলায় আজ সকাল থেকেই বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীদের কেউ ঘুরে ঘুরে পাখি দেখছেন, কেউ পাখির সাথে সেলফি তুলছেন।
মিরপুর থেকে মেলায় ঘুরতে আসা পঞ্চম শ্রেণির ছাত্র অয়ন জানায়, আজ স্কুল ছুটি। তাই পাখি দেখতে বাবার সাথে মেলায় এসেছি। অনেক সুন্দর সুন্দর পাখি দেখছি, ছবি তুলেছি। অনেক ভালো লাগছে।
মেলার আয়োজকরা জানান, মেলায় প্রায় ৭০ প্রজাতির ৩০০ জোড়া বিদেশি পাখি প্রদর্শন করা হচ্ছে। দেশের অধিকাংশ মানুষই বিদেশি পাখির বিষয়ে খুব বেশি পরিচিত না। তাই পাখির সাথে তাদের পরিচয় করে দিতেই এ প্রদর্শনের আয়োজন।
বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ (শুক্রবার) রাত ৮টায়। এ মেলা সবার জন্য উন্মুক্ত।
আর
আরও পড়ুন