খালে পড়ে নিখোঁজ শিশু অচেতন অবস্থায় উদ্ধার
প্রকাশিত : ২৩:২৬, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৪৮, ৯ মার্চ ২০১৮
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া জিসান (৫) নামের শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়।
তবে শিশুটি এখন জীবিত নাকি মৃত তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খালে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর প্রাঁচ বছর বয়সি শিশু জিসানকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে নবোদয় বাজার সংলগ্ন একটি কালভার্টের ওপরে খেলার সময় জিসান খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে।
জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ।
আর
আরও পড়ুন