ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্য সেবা নিশ্চিতে সবার কাজ করতে হবে: দীপু মনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ১৪ মার্চ ২০১৮

নগরের দরিদ্য জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা উন্নয়নে এবং পুষ্টি নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কাজ নির্দিষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় গ্রুপ (এপিপিজি) এর চেয়ারপারসন ডা. দীপু মনি।

বুধবার রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে নগরের দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিতকরণ এক মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভাটি আয়োজন করে মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় গ্রুপ (এপিপিজি) এবং অতি দারিদ্র্য ও নগরের দরিদ্র পথবাসী সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি)।

এসময় তিনি আরও বলেন, নগরের স্বাস্থ্য সেবা উন্নয়নে প্রথমে একটি ম্যাপিং করা দরকার। এতে কে কে সুবিদা পাচ্ছে এবং কে কে সুবিধা পাচ্ছে না তা বের করতে হবে। এরপর এর আলোকে নগরীর স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করতে হবে।

দীপু মনি বলেন, নগরীর স্বাস্থ্য সেবা উন্নয়নে যে সকল সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কাজ করছে তাদেরকে নির্দিষ্ট করতে হবে কে কি কাজ করবে এবং তাদের দায়িত্বের আওতা কতটুকু।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি