ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শাহজালালে ৮০ স্বর্ণের বারসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৬ মার্চ ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বিমানের ক্যাটারিং থেকে ৮০ স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ৯.২ কেজি।

আটককৃতরা হলেন- ক্যাটারিং সার্ভিসে কর্মরত প্যান্ট্রিম্যান মো. শাহিনূর আলম (২৭) ও প্যান্ট্রিম্যান খন্দকার রুহুল আমিন (৩৩)।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের বিজি ২৩৬ ফ্লাইট শাহজালালে অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। জেদ্দা থেকে সিলেট হয়ে আগত বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি অবতরণের পর ক্লিনিংয়ের জন্য রাখা হয়। বিশেষ নজরদারিতে থাকা পালকি নামে বোয়িং ৭৭৭ এর ক্যাটারিং সার্ভিসের গাড়ির ট্রে থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি