ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

রাজধানীতে নিরাপত্তারক্ষীকে কুপিয়ে মোটরসাইকেল চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৬ মার্চ ২০১৮

রাজধানীর মুগদায় একটি ভবনের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ দুজনকে কুপিয়ে আহত করে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৫টার দিকে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নিরাপত্তারক্ষী মিজান (৫৫) ও ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী আব্দুল গণিকে (৩০) গুরুতর আহত অব্স্থায় সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোরে ৩-৪ জন লোক মানিকনগরের ৮২/৮৩ নম্বর নুর ফাতেমা ভবনের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষী মিজানকে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। তার চিৎকার শুনে আব্দুল গণি এগিয়ে গেলে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ভবনের নিচতলায় রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে এখনও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি