ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাসদের সপ্তদশ মিলন মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ১৬ মার্চ ২০১৮

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সপ্তদশ বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সমর্থক-শুভনুধ্যায়ীদের নিয়ে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে মিলন মেলা অনুষ্ঠিত হয়।

দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এর পরিচালনায় মিলন মেলায় বক্তব্য রাখেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড সাইফুল হক, অধ্যাপক আবিদুর রেজা, অধ্যাপক অজিত কুমার রায়, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান, আব্দুল মালেক রতন, এড. সুব্রত চৌধুরী, সাংবাদিক শফিকুর রহমান, রফিউর রাব্বি, অধ্যাপক জীবন পোদ্দার, প্রকৌ. এনায়েতুল্লাহ কাসেম, নূরুল আরশাদ চৌধুরী আশু, অ্যাড. আক্তার কবীর চৌধুরী, নাজির মো. খসরু, নাট্যকার শহিদুজ্জামান সেলিম, অধ্যাপক রেজা ই করিম খন্দকার, সাংবাদিক আবু সাঈদ খান, অ্যাড. মোস্তফা আমিন, সলিমুল্লাহ খান প্রমুখ।

মিলন মেলার সূচনা বক্তব্যে কমরেড খালেকুজ্জামান বলেন, স্বাধীনতাত্তোর ৪৭ বছরের বাংলাদেশ পুঁজিবাদী শোষণ শাসনে জর্জরিত দুঃস্বপ্নের কবলে পতিত বাংলাদেশ। কবির ভাষায় এক উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এখানে উন্নয়নের স্টীম রোলারের নীচে পিষ্ট হচ্ছে মনুষ্যত্ব, মানবতা, সাম্যচেতনাসহ মুক্তিযুদ্ধের বহু বিরল অর্জন।

দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনার মাঝে মাঝে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন শাখা সংগীত পরিবেশন করে। আর সমর্থক-শুভানুধ্যায়ী পরিবারের সন্তান সন্ততিরা একক সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন, ঐতিহ্যবাহী লাঠি খেলাও প্রদর্শিত হয় অনুষ্ঠানে। শিশু কিশোরদের নানা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী আর আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি